Bollywood celebrities welcome Janata Curfew, বলিউডের খ্যাতিমান ব্যাক্তিরা জনতা কারফিউ কে স্বাগত জানালো
বলিউড সেলিব্রিটিরা তাদের বারান্দাগুলি থেকে সমস্ত কর্মরত ডক্টর, নার্স পুলিশি প্রশাসন এবং হাত তালি দিয়ে ধন্যবাদ জানালো #JanataCurfew অমিতাভ বচ্চনের পরিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার, ২২ শে মার্চ জনতা কার্ফিউয়ের ডাক দিয়েছেন এবং নাগরিকদের চিকিৎসা, নার্স, প্যারামেডিকস, পৌর কর্মচারী এবং যারা স্বাস্থ্য ভীতি দেখিয়ে চব্বিশ ঘন্টা কাজ করছেন তাদের সবাইকে উল্লাস করার আহ্বান জানান। প্রধানমন্ত্রী জনগণকে হাততালি দিয়ে এবং তাদের বারান্দাগুলি থেকে কৃতজ্ঞতা প্রকাশ করার আহ্বান জানান। বলিউডের খ্যাতিমান ব্যক্তিরা একই ও অংশীদারী ভিডিওগুলিকে উত্সাহিত করার জন্য সমর্থন বাড়িয়েছে। ২২ শে মার্চ প্রধনমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর ডাকে জনতা কারফিউ এর ডাক দেওয়া হয়ে ছিলো গোটা ভারতে। যেখানে সাধারণ মানুষ থেকে শুরু করে দেশের সমস্ত রকমের মানুষ এই জনতা কারফিউ কে সমর্থন করেছেন। মানুষজন হাত তালি এবং থালা বাসন বাজিয়ে ডক্টর এবং নার্স দের উৎসাহিত করেছেন। সকাল ৭ টা থেকে রাত্রি ৯ টা পর্যন্ত এই জনতা কারফিউ এর সময় সূচি করা হতে ছিলো। যার জন্য সমস্ত মানুষ ঘরে বসে সারাদিন কাটালো। তারপর যেই...

Comments
Post a Comment
Please don't enter any spam link in the comments bok