Doctors & nurses affected by Coronavirous ,করোনাভাইরাসে আক্রান্ত ডক্টর এবং নার্স

Pandemic Coronavirous

করোনাভাইরাসে বিপর্যস্ত ইতালিতে চিকিৎসক এবং নার্সদের মধ্যেও সংক্রমণ বাড়ছে। এদের পাশাপাশি হাসপাতালের চিকিৎসাসেবার সঙ্গে যুক্ত অন্য কর্মীরাও করোনাভাইরাসে আক্রান্ত হচ্ছেন। কোভিড-১৯ বা করোনাভাইরাস আক্রান্তদের চিকিৎসা সেবা দিতে গিয়ে তারা সংক্রমিত হচ্ছেন। এখন পর্যন্ত দেশটিতে দুই হাজার ৬২৯ জন চিকিৎসক, নার্স ও মেডিক্যাল প্রফেশনাল করোনায় আক্রান্ত হয়েছেন। দেশটিতে মোট করোনা রোগীর ৮ দশমিক ৩ শতাংশ এখন ডাক্তার ও নার্সরাই।


উপযুক্ত পোশাক ও চিকিৎসা সরঞ্জামের অভাবে চিকিৎসক ও নার্সদের জন্য এভাবে গণহারে তারা করোনায় আক্রান্ত হচ্ছেন বলে  অভিযোগ করেছে দেশটির চিকিৎসকদের সংগঠন জিআইএমবিই।

ন্যাশনাল হেলথ ইনস্টিটিউট থেকে প্রাপ্ত পরিসংখ্যান বিশ্লেষণ করে বলা হয়েছে, সংক্রমণের পরিমাণ এখনো বাড়ছে।

জিআইএমবিই এর পরিচালক নিনো কার্টাবেল্লোটা আলজাজিরাকে বলেছেন, তাদের আশংকা করোনাভাইরাসে আক্রান্ত ডাক্তার, নার্স এবং মেডিক্যাল প্রফেশনালসের সংখ্যা আরও বেশি হতে পারে। কারণ হাসপাতালে টিকিৎসার সীমাবদ্ধতার কারণে এদের অনেকেই যথাসময়ে টেস্ট করাতে পারছেন না বা রোগীদেরকে আগে টেস্ট করার সুযোগ দিতে গিয়ে নিজেরা টেস্ট করছেন না…

তিনি বলেন, বেশিরভাগ ডাক্তার ও নার্সকে উপযুক্ত চিকিৎসা সরঞ্জাম ছাড়াই শুধু সার্জিক্যাল মাস্ক পড়ে করোনায় আক্রান্ত রোগীর চিকিৎসা দিতে হচ্ছে।

জানা গেছে, আক্রান্ত আড়াই হাজার চিকিৎসক ও নার্সের মধ্যে ১৫০০ জন গত আট দিনে সংক্রমিত হয়েছেন। দেশটিতে যে বেশ দ্রুত পরিস্থিতির অবনতি ঘটছে এই পরিসংখ্যানে তা অনেকটা স্পষ্ট।

Doctor & nurse are affected by Coronavirous


উল্লেখ, করোনার উৎপত্তিস্থল চীনেও ইতালির মত এত সংখ্যক চিকিৎসক ও নার্স করোনায় আক্রান্ত হয়নি। সেখানকার সংখ্যাটা ছিল ইতালির অর্ধেকের মতো। ইতালিতে মোট করোনা-রোগীর মধ্যে ডাক্তার ও নার্সের হার ৮ দশমিক ৩ শতাংশ। চীনে এটি ছিল মাত্র ৩ দশমিক ৮ শতাংশ।
এ দিকে করোনার প্রাদুর্ভাব ঠেকাতে দেশটির লকডাউন ব্যবস্থা আগামী এপ্রিল পর্যন্ত বাড়িয়েছে দেশটির সরকার।

গত ২৪ ঘণ্টায় ইতালিতে সর্বোচ্চ ৪৭৫ জনের মৃত্যু হয়েছে এবং চার হাজার ২০৭ জন নতুন করোনা রোগী শনাক্ত হয়েছেন। প্রাণঘাতী এই ভাইরাসে দেশটিতে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড এটি। প্রায় প্রতিদিন নতুন মৃত্যুর রেকর্ড হচ্ছে সেখানে।

বৃহস্পতিবার পর্যন্ত করোনায় ইতালিতে মারা গেছে দুই হাজার ৯৭৮ জন, আক্রান্তের সংখ্যা ৩৫ হাজার ৭১৩ জন এবং সুস্থ হয়েছেন ৪ হাজার জন।

ইতালির দক্ষিণের শহর লম্ববার্ডি করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত। একদিনে সেখানে মারা গেছেন ৩১৯ জন।

More Updates

GSSSB RECRUITMENT 2020


HECL RECRUITMENT 2020


STAFF NURSE VACANCY 9333


UKSSSC RECRUITMENT 



Comments

Popular posts from this blog

Bollywood celebrities welcome Janata Curfew, বলিউডের খ্যাতিমান ব্যাক্তিরা জনতা কারফিউ কে স্বাগত জানালো

Coronavirous বহু মানুষ করোনায় আক্রান্ত দেশ থেকে ফিরে এসেছিল, প্রশাসন জানে না..

Coronavirous করোনাভাইরাস প্রাদুর্ভাব সম্পর্কিত প্রতিটি প্রশ্ন এবং সত্য