Bollywood celebrities welcome Janata Curfew, বলিউডের খ্যাতিমান ব্যাক্তিরা জনতা কারফিউ কে স্বাগত জানালো


বলিউড সেলিব্রিটিরা তাদের বারান্দাগুলি  থেকে সমস্ত কর্মরত ডক্টর, নার্স পুলিশি প্রশাসন এবং হাত তালি দিয়ে ধন্যবাদ জানালো #JanataCurfew

অমিতাভ বচ্চনের পরিবার


প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার, ২২ শে মার্চ জনতা কার্ফিউয়ের ডাক দিয়েছেন এবং নাগরিকদের চিকিৎসা, নার্স, প্যারামেডিকস, পৌর কর্মচারী এবং যারা স্বাস্থ্য ভীতি দেখিয়ে চব্বিশ ঘন্টা কাজ করছেন তাদের সবাইকে উল্লাস করার আহ্বান জানান।  প্রধানমন্ত্রী জনগণকে হাততালি দিয়ে এবং তাদের বারান্দাগুলি থেকে কৃতজ্ঞতা প্রকাশ করার আহ্বান জানান।  বলিউডের খ্যাতিমান ব্যক্তিরা একই ও অংশীদারী ভিডিওগুলিকে উত্সাহিত করার জন্য সমর্থন বাড়িয়েছে।


২২ শে মার্চ প্রধনমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর ডাকে জনতা কারফিউ এর ডাক দেওয়া হয়ে ছিলো গোটা ভারতে। যেখানে সাধারণ মানুষ থেকে শুরু করে দেশের সমস্ত রকমের মানুষ এই জনতা কারফিউ কে সমর্থন করেছেন। মানুষজন হাত তালি এবং থালা বাসন বাজিয়ে ডক্টর এবং নার্স দের উৎসাহিত করেছেন। সকাল ৭ টা থেকে রাত্রি ৯ টা পর্যন্ত এই জনতা কারফিউ এর সময় সূচি করা হতে ছিলো। যার জন্য সমস্ত মানুষ ঘরে বসে সারাদিন কাটালো। তারপর যেই ৫ টা বেজেছে সমস্ত মানুষ জন হাত তালি , থালা বাসন, সঙ্খো ধ্বনির আওয়াজে সারা ভারত মেতে উঠেছে। যা ৫ মিনিট ধরে চলেছিল।

কিন্তু কিছু কিছু জায়গায় দেখা গিয়েছে মানুষজন ঢোল বাজনা বাজিয়ে রাস্তাই বেরিয়ে পড়েছেন একসঙ্গে, সেই সমস্ত মানুষদের কে এইভাবে না করে ঘরের বারান্দায় বাজালে খুব শান্তিপূর্ণ একটা জনতা কারফিউ পালন করা হতো।

এই জনতা কারফিউ এর মূল উদ্দেশ্য ছিলো সেই সমস্ত মানুষদের প্রতি ধন্যবাদ জানানো এবং ঘর থেকে যেনো কোনো মানুষ না বেরোয় কারন Coronavirous এর বন্ধন কে ছিন্ন করা। যদি মানুষের সাথে মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন করা হলে ভাইরাস টা কম ছাড়াবে। তাই মানুষ এই ভাইরাসের আক্রত থেকে নিজেকে বাঁচাতে পারবে।

এই ভাইরাস খুব মহামারী আকার ধারণ করছে চীন, ইতালি, ফ্রান্স , জার্মানি,  আরো বেশ কিছু দেশে। তাই ভারতের সকাল মানুষের উদেশে বলা হচ্ছে আপনারা অকারণে ঘর থেকে বেরোবেন না। নিজে সুস্থ্য থাকুন আর অপরকে সুস্থ রাখতে সাহায্য করুন।

More Updates

GSSSB RECRUITMENT 2020


HECL RECRUITMENT 2020


STAFF NURSE VACANCY 9333


UKSSSC RECRUITMENT 



SSA PUNJAB ETT RECRUITMENT


RAILWAY JOBS APPRENTICE






Comments

Popular posts from this blog

Coronavirous বহু মানুষ করোনায় আক্রান্ত দেশ থেকে ফিরে এসেছিল, প্রশাসন জানে না..

Coronavirous করোনাভাইরাস প্রাদুর্ভাব সম্পর্কিত প্রতিটি প্রশ্ন এবং সত্য